পাকিস্তানের বোলিং দেখে রাগে ড্রেসিং রুমে চলে গেলেন মিকি আর্থার
পাকিস্তানের এমন নির্বিষ বোলিং শেষ কবে দেখেছে সবাই? বোলিং কোচ মরনে মর্কেল হয়তো নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। আফগানিস্তানের বিপক্ষে এমন বাজে বোলিং প্রদর্শন করবে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা, তা বোধহয় কেউই বিশ্বাস করতে পারছে না। পারেননি পাকিস্তানের টিক ডিরেক্টর মিকি আর্থারও।
কি পেস বোলার! কি স্পিন বোলার! - কোনো বোলারই পারছে না আফগানিস্তানের উইকেট নিতে। আফগানিস্তানের ব্যাটাররা যত ভালো খেলছে তার থেকে বেশি বাজে বোলিং করছে পাকিস্তানের বোলাররা।
তাই পাকিস্তানের এমন বাজে বোলিং দেখে রাগে-ক্ষোভে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে গেলেন মিকি আর্থার। প্রথম উইকেট জুটিতে ১৩০ রান ও দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলে আফগানিস্তান। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে জয়ের দিকে।
এর আগে ওয়ানডেতে কখনো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। এ কারণেই একটু বেশিই চিন্তিত মিকি আর্থার।
আরআর/আইএইচএস/