আমি ভাগ্যবান যে কোহলিকে ৫ বার আউট করেছি: সাকিব
বাংলাদেশ-ভারত মহারণের আগে উত্তাপ ছড়াচ্ছে চারদিকে। সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের কাছে খেই হারাচ্ছে শক্তিশালী ভারত। আর সে পালেই হাওয়া দিচ্ছেন সাকিব আল হাসানও।
বৃহস্পতিবার পুনেতে ভারতের বিপক্ষে নামার আগে স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়ে কথা বললেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে কেবল আফগানিস্তানের সঙ্গে জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে বাকি দুটিতে।
সাকিব আল হাসান শক্তিশালী ভারতের বিপক্ষে নামার আগে বলেন, ‘বিরাট কোহলি অসাধারণ ব্যাটসম্যান। খুব সম্ভবত বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। আমার মনে হয়, আমি খুব ভাগ্যবান যে আমি তাকে পাঁচবার আউট করেছি। অবশ্যই এটা আমাকে অন্যরকম প্রশান্তি দেয় তার উইকেট নেওয়া।’
ওয়ানডেতে তেরো হাজারের বেশি রান করেছেন কোহলি। তার ঝুলিতে আছে ৪৭টি শতক ও ৬৮টি অর্ধশতক। প্রথম তিন ম্যাচে এই ডান হাতি ব্যাটসম্যান করেছেন ১৫৬ রান। ভারতের বিপক্ষে জয়ের জন্য কোহলিকে দ্রুত আউটের কোন বিকল্প নেই সেটা সাকিব আল হাসানও বেশ ভালোভাবেই বুঝেন।
আরআর/এমএইচআর