২০২৭ বিশ্বকাপ খেলতে চান জো রুট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের মাত্র চারজনের বয়স ৩০ বছরের নিচে। তাই কিছুটা ধরেই নেওয়া যায় যে ইংলিশদের অধিকাংশ ক্রিকেটারই বর্তমান বিশ্বকাপ ক্রিকেট শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন বা তাদের সরিয়ে তরুণদের সুযোগ দিবে ইসিবি।

তবে সকলের ভিড়ে এখনো নিজেকে পুরোপুরি ফিটই মনে করেন ৩২ বছর বয়সী ডান হাতি ব্যাটসম্যান জো রুট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপও খেলার প্রত্যয় ব্যক্ত করছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে আসার পর সাংবাদিকরা তার ওয়ানডে থেকে অবসরের বিষয়ে জানতে চান। রুট বলেন, 'আমি আরো চার বছর খেলা চালিয়ে যেতে চাই। পারিপার্শ্বিকতা পরিবর্তন হবেই কিন্তু আমি এখানে আমাকে নিয়ে পরিবর্তন দেখছি না যদি না আমার ফর্ম খারাপ থাকে।'

সাবেক এই টেস্ট অধিনায়ক ইংল্যান্ডের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানগ্রহীতা এবং ওয়ানডেতে কেবল তার সামনে রয়েছে ইয়ন মরগ্যান

২০১৯ বিশ্বকাপে রুট ইংলিশদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। ২০২৩ বিশ্বকাপের আগে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরেন বেন স্টোকস।

জো রুট এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই পেয়েছেন হাফসেঞ্চুরি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৭৭ রান ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে করেন ৮২ রান।

আরআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।