অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

আগে শুধু তার বোলিংটার ওপরই ভরসা ছিল বাংলাদেশ দলের। তবে দিনকে দিন নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করছেন মেহেদি হাসান মিরাজ।

আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক এই মিরাজ।

আফগানিস্তানকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার পেছনে বল হাতে বড় অবদান ছিল এই অফস্পিনারের। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩ মেইডেনসহ মাত্র ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এরপর রান তাড়ায়ও তিন নম্বরে নেমে খেলেছেন ঝকঝকে এক ইনিংস। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান আসে মিরাজের উইলো থেকে।

এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর মিরাজের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।