এশিয়ান গেমস ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৬ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমস ক্রিকেটে চমক দেখালো আফগানিস্তান। এশিয়ার পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে তারা উঠে গেলো টুর্নামেন্টের ফাইনালে।

নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া নড়বড়ে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বাকি থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় আফগানরা। এর আগে ১১৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান।

হাংজুর জিনঝিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল আফগানিস্তানও। দলীয় ৯ রানের মাথায় আউট হয়ে যান ওপেনার সাদিকুল্লাহ আতাল।

তবে সে ধাক্কা সামনে আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যায় আফগানরা। টপঅর্ডার নুর আলি জাদরানের ৩৩ বলে ৩৯ রানের ইনিংসের উপর ভর করে জয়ের পথ অনেকটাই সহজ করে নেয় গুলবাদিন নাইবের দল।

আফগান অধিনায়ক গুলবাদিন ১৯ বলে ২৬ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশ মাঠে ছাড়ন। তার সাথে ১০ বলে ৬ রানে অপরাজিত ছিলেন সরফুদ্দিন আশরাফ। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পায় আফগানিস্তান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ১১৫ গুটিয়ে যায় পাকিস্তান। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট বিলিয়ে দেন পাকিস্তানি ব্যাটাররা। দলীয় ৭৫ রানেই ছিল না ৬ উইকেট।

ওপেনার ওমর ইউসুফ ও রোহাইল নাজির দলকে প্রথম ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন। ২৩ বলে ২৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। অষ্টম উইকেটে ২১ বলে ২৬ রানের জুটি গড়েন আমের জামাল ও আরাফাত মিনহাজ।

তাতে দলীয় ১০০ রানের মাইলফলক পার করে পাাকিস্তান। আরাফাত মিনহাজ আউট হয়ে যান ব্যক্তিগত ১৩ রানে। ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরত যান আমের জামাল।

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওমর ইউসুফ। তিনি ১৯ বলে ২৪ রান করেছেন। এছাড়া উল্লেখ করার মত কোনো ইনিংস খেলতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট শিকার করেন ফরিদ আহমেদ। ২টি করে উইকেট নেন কায়েস আহমেদ ও জহির খান। এছাড়া নিজেদের থলিতে একটি করে উইকেট পুরেছেন গুলবাদিন নাইব ও করিম জানাত।

৭ অক্টোবর একই ভেন্যুতে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে স্বর্ণের লড়াইয়ে নামবে ভারত ও আফগানিস্তান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।