চার-ছক্কা মারা থামাতে চান না জস বাটলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই যেন আমুল পাল্টে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। পুরো ইংল্যান্ড দলকে ঢেলে সাজানো হয়। এর ফলও তারা পায় হাতেনাতে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের মুকুট পড়ে ইংলিশরা ২০১৯ সালে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০২৩ বিশ্বকাপ শুরু করা দলটার অধিনায়কত্বে নেই ইয়ন মরগ্যান। কিন্তু জস বাটলারের অধীনে আরও বিধ্বংসী ইংলিশরা। সেই দানবীয় ব্যাটিংই চালিয়ে যেতে চান জস বাটলার ও তার দল।

বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেনস ডে’তে আইসিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে জস বাটলার দলটির পরিবর্তনের কথা মাথায় এনে চার-ছয়ের যে নতুন প্রদর্শনী তারা দেখাচ্ছেন ওয়ানডে ক্রিকেটে সেটিরই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

জস বাটলার বলেন, ‘দলে আমুল পরিবর্তনের পর ২০১৫ সাল থেকেই আমরা সবাই প্রায় একসাথে আছি। এখন ইংল্যান্ডে তরুণ ক্রিকেটাররাও আমাদের খেলার ধরণ অনুসরণ করে খেলার অনুশীলন করছে। আমাদের কাছে মনে হয়েছে এই ফরম্যাটে এটাই সাফল্য পাওয়ার উত্তম পন্থা। আমরা অনেক খারাপ সময় পার করেছি। আমাদের প্রচেষ্টাই থাকবে বাউন্ডারি মারা ধারাবাহিকতা বজায় রাখা। অন্য দল আপনার উপর জেঁকে বসতে চাইবে, আমাদেরও প্রচেষ্টা থাকবে তাদেরকে টপকে যাওয়ার।’

আরআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।