এশিয়া কাপ বিশ্বকাপের প্রত্যাশা নয়, সাকিবকে বলা হয়েছে দল গড়ে দিতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

হঠাৎ কোচ পরিবর্তন কিংবা অধিনায়ক, দলের জন্য বেশ ক্ষতিকর বলেই মনে করেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভির সঙ্গে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক হঠাৎ নেতৃত্ব ছাড়ায় সমালোচনা করেছেন তামিম ইকবালেরও।

আফগানিস্তান সিরিজ চলার সময় তামিম হুট করে অবসর নেয়ায় দল যে ধাক্কা খেয়েছে, তার ফল এখনও ভোগ করতে হচ্ছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তামিমের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে সাকিব বলেন, 'আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারতো না। আমার কাছে মনে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।’

সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাঁটাইয়ের প্রসঙ্গও তুলেছেন সাকিব। তিনি বলেন, ‘ছয় মাস আগে যখন ভারতের সঙ্গে সিরিজ জিতলো, এরপর টেস্ট সিরিজ হারার পরই বাদ দিয়ে দেওয়া হলো (ডোমিঙ্গোকে)। স্বাভাবিকভাবেই আরেকজন কোচ যখন আসে, তার মতো করে করার চেষ্টা করে। অধিনায়ক এসেও চেষ্টা করে। একটা দল গড়তে ২-৩ বছর লাগে, সহজে হয় না।’

এবারের বিশ্বকাপে তার কাছে বোর্ডের কোনো প্রত্যাশা নেই, সাফ জানিয়ে দিলেন সাকিব। বোর্ড নাকি চায় কেবল ভবিষ্যতের জন্য দলটা যেন সাজিয়ে দিতে পারেন তিনি।

সাকিব যোগ করেন, ‘নিজের উদাহরণ দিই, এশিয়া কাপের আগে আমাকে বলে দেওয়া হয়েছে-এই দল, তুমি বানাও। এশিয়া কাপ বিশ্বকাপে প্রত্যাশা নাই। পাপন ভাইও সাক্ষাৎকারে বলেছে। আমি সেভাবেই চেষ্টা করে যাচ্ছি।'

সাকিব বোঝাতে চাইলেন, তার লক্ষ্য যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টাইগার দলপতি বলেন, 'দেশের মাটিতে আমাদের ভালো দল হয়ে আসছে। আমরা (পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে) সুযোগ নিতেই পারি, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায়। সেখানকার উইকেট আমাদের সঙ্গে যায়। ভালো দল করতে পারব।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।