২৪ বছরেই অবসরের ঘোষণা বিশ্বকাপ দলে থাকা আফগান পেসারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বয়সটা মাত্র ২৪ হয়েছে। আছেন ওয়ানডে বিশ্বকাপের দলে। সামনে বিশাল সম্ভাবনায় ক্যারিয়ার রেখেও কিনা অবসরের ঘোষণা দিয়ে বসলেন নাভিন উল হক!

হ্যাঁ, আফগানিস্তানের এই পেসার আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন ওয়ানডে থেকে আকস্মিক অবসরের ঘোষণা। তবে এখনই নয়, বিশ্বকাপ খেলে এই ফরম্যাটকে বিদায় বলবেন নাভিন।

নাভিন জানিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘ করার জন্য ৫০ ওভারের খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটটা চালিয়ে যাবেন।

২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নাভিনের। দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন নাভিন। নিয়েছেন ১৪টি উইকেট। সেরা বোলিং ফিগার ৪/৪২।

নাভিন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় নাম। লখনৌ সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন আইপিএলেও।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।