বিশ্বকাপের দল ঘোষণায় বিলম্ব
জানা গিয়েছিল, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডের ইনিংস বিরতির সময় বিশ্বকাপের দল ঘোষণা হবে। কিন্তু সেটা হয়নি।
অবশেষে বিসিবির ফেসবুক পেজ থেকে জানা গেলো, দল ঘোষণায় বিলম্ব হবে। তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর বিশ্বকাপের স্কোয়াড দেবেন নির্বাচকরা।
এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।
টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, আর বাড়তি কোনো ওপেনার নেওয়া হবে না। মেহেদি হাসান মিরাজকে অপর ওপেনিং ব্যাটার অপশন হিসেবে বিবেচনায় আনা হয়েছে।
এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ মিলবে না।
এআরবি/এমএমআর/এএসএম