শুভমান-আয়ারের জোড়া সেঞ্চুরি

অস্ট্রেলিয়াকে ৪০০ রানের বিশাল লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিলো স্বাগতিক ভারত। সেই ধাক্কা কাটিয়ে ১৮০ ডিগ্রিতে ঘুরে খুব বেশি সময় লাগেনি। আরেক ওপেনার শুভমান গিল এবং সদ্যই ইনজুরি থেকে ফেরা সেয়াশ আয়ার শুরু করলেন ব্যাটিংতান্ডব। অস্ট্রেলিয়ান বোলারদের রীতিমত নাস্তানাবুদ করে ছাড়লেন এই দুই ব্যাটার।

দুর্দান্ত ইনিংস খেলে দু’জনই পৃথক সেঞ্চুরি উপহার দিলেন। তাদের জোড়া সেঞ্চুরির ওপর ভরে অস্ট্রেলিয়াকে জয়র জন্য ৪০০ রানের লক্ষ্য বেধে দিয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

রোববার ইন্দোর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ১৬ রানে জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান রুতুরাজ (১২ বলে ৮ রান)। এরপর ২০০ রানের জুটি গড়েন শুভমান এবং আয়ার। ৯০ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ৩১তম ওভারে সিন অ্যাবটের বলে আউট হন শ্রেয়াস আয়ার। ততক্ষণে ভারতের সংগ্রহ ২১৬ রান।

ইনিংসের ৩৫তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে অ্যালেক্স ক্যারের হাতে মুষ্ঠিবদ্ধ হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল। এর আগেই করে নিয়েছেন শতরান প্রাপ্তির উৎসব। ৯৭ বল থেকে ১০৪ রান করেন এই ওপেনার। ৩৫তম ওয়ানডে ম্যাচে এটা তার ৬ষ্ঠ সেঞ্চুরি।

ইনিংসের শেষ ২০ ওভারে ফের তান্ডব চালান লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। ৩৮ বল থেকে ৫২ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রাহুল। আর ৩৭ বল থেকে ৭২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন সূর্যকুমার। তাতেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৯৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন পান ২ উইকেট। মারকুটে ব্যাটারদের সামনে পড়ে ততক্ষণে তিনি খরচ করেছেন ১০৩ রান। একটি করে উইকেট শিকার করেছেন সিন অ্যাবট, জশ হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।