চোটে তানজিম সাকিব, দলে ঢুকলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

চোটে পড়েছেন জাতীয় দলের আলোচিত পেসার তানজিম হাসান সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। তিনি এই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েন পেসার তানজিম হাসান। চোট গুরুতর নয়। তারপরও বিকল্প ভাবনায় দলে যোগ করা হয়েছে হাসান মাহমুদকে। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের শেষ ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ভারতের বিপক্ষে সে ম্যাচে নজর কাড়েন ২০ বছর বয়সী পেসার। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন, ব্যাট হাতে করেন ৮ বলে অপরাজিত ১৪ রান।

দুর্দান্ত অভিষেকের পর ফেসবুকে তার অনেক আগের একটি স্ট্যাটাস ভাইরাল হয়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিতর্কের জেরে ক্ষমাও চান তরুণ এই পেসার।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েও ভালো বোলিং করেন তানজিম সাকিব। বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে উইকেট না পেলেও ৫.৪ ওভার বল করে খরচ করেন মোটে ২৫ রান।

এমন পারফরম্যান্সে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার অপেক্ষায় থাকা এই পেসার হঠাৎ পড়লেন চোটে।

এমএমআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।