এশিয়া কাপ ফাইনাল

শুরুতেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের ফাইনাল। শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলা। টসভাগ্যও লঙ্কানদের পক্ষে। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।

প্রথম ওভারে আঘাত হেনেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)।

বিজ্ঞাপন

এরপর পাথুম নিশাঙ্কাও টিকতে পারেননি। ৪ বলে ২ করে মোহাম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজার ডাইভিং ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। ওই ওভারেই সিরাজ এলবিডব্লিউ করেছেন সাদিরা সামারাবিক্রমাকে (০)। ৮ রানে ৩ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৮ রান। কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ভারতকে দিয়েছেন ফিল্ডিং।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।