আফ্রিদির টানা দুই ওভারে বোল্ড রোহিত-কোহলি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ে হানা দিয়েছে বৃষ্টি। তবে স্বস্তির খবর, বেশিক্ষণ খেলা বন্ধ থাকেনি। বৃষ্টির আগে ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছিল ভারত।

তবে বৃষ্টির পর বল হাতে আগুন ঝরাচ্ছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। নিজের টানা দুই ওভারে তিনি ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। শুভমান গিল আর শ্রেয়াস আয়ার দুজনই ১ রান করে অপরাজিত।

বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে গেছেন অধিনায়ক রোহিত (২২ বলে ১১)। ১৫ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।

নিজের পরের ওভারে আফ্রিদির আরেকটি দুর্দান্ত ডেলিভারি। এবার ইনসাইডেজ হয়ে বোল্ড কোহলি (৭ বলে ৪)।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। দেখেশুনে শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। কিন্তু জুটিটা বড় হয়নি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।