লিটনের ডেঙ্গু হলে এশিয়া কাপে যাবেন সাইফ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৭ আগস্ট ২০২৩

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে হঠাৎ অসুস্থতা এসে ভর করেছে বাংলাদেশ দলের ওপর। রোববার সকালে জ্বরে আক্রান্ত হয়ে শেষ মুহূর্তে কলম্বো যাওয়া থেকে বিরত থাকতে হলো লিটন দাসকে।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। তার পরিবর্তে এক নম্বর ওপেনার ভাবা হচ্ছিল লিটন দাসকে। সঙ্গে নাইম শেখ কিংবা তানজিদ হাসান তামিমের যে কোনো একজন খেলবেন। এমনটাই ভেবেছিলেন সবাই।

কিন্তু লিটন দাসের জ্বর শুনে সবারই মধ্যে চিন্তা, উদ্বেগ, শঙ্কা। এই জ্বর আবার লিটন দাসকে না পুরো এশিয়া কাপের বাইরে ঠেলে দেয়! যদিও এখনো হাতে সময় আছে ৩ দিন। টাইগারদের প্রথম ম্যাচ ৩১ আগস্ট পাল্লেকেল্লেতে, শ্রীলঙ্কার বিপক্ষে। তারপরও লিটনকে নিয়ে সংশয়।

যদি সাধারণ জ্বর হয়, তাহলে হয়তো সমস্যা হবে না। কিন্তু যদি ডেঙ্গু কিংবা ভাইরাল জ্বর হয়, তাহলে লিটনের পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব হবে না। তখন হয়ত বিকল্প প্রয়োজন হতে পারে।

আপাততঃ কোন বিকল্প পাঠানোর চিন্তা ভাবনা নেই বিসিবির। তবে ভেতরের খবর, লিটন দাস যদি ডেঙ্গু আক্রান্ত হন, কিংবা ভাইরাল জ্বরও ধরা পড়ে (যা ঠিক হতে হতে প্রায় সপ্তাহখানেক লেগে যায়), তাহলেও বিকল্প পাঠানো হবে।

কে যাবেন লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপ খেলতে?এক নির্ভরযোগ্য সুত্রের খবর, লিটনের পরিবর্তে যদি বিকল্প কাউকে পাঠাতে হয়, তবে সাইফ হাসানকেই পাঠানো হবে। সূত্র জানিয়েছে, সাইফকে তৈরি থাকতে বলা হয়েছে। লিটন দাসের জ্বরের অবস্থা দেখে ও বুঝে তাকে পাঠানো হবে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।