অবশেষে জাতীয় দলের অনুশীলনে অংশ নিচ্ছেন সাকিব!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৩ আগস্ট ২০২৩

১৭ আগস্ট পর্যন্ত টানা ৪ দিন ক্লোজ ডোরে প্র্যাকটিস হয়েছে। অনুশীলন চলাকালীন ৩ ঘণ্টায় মাত্র ১৫ মিনিটের বেশি মাঠে ঢোকার অনুমতি ছিল না প্রচার মাধ্যমের। মানে পৌনে ৩ ঘণ্টাই অনেকটা রুদ্ধদ্বার (মিডিয়ার জন্য) কক্ষে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। যার কিছুই দেখার সুযোগ পাননি সংবাদমাধ্যম কর্মীরা।

এরপর শেষ দু’দিন অর্থ্যাৎ ২১ আর ২২ আগস্ট মিডিয়ার ওপর কোন কড়াকড়ি ছিল না। প্রচার মাধ্যম কর্মীরা অবাধেই টাইগারদের প্র্যাকটিস কভার করেছেন।

তবে আজ ২৩ আগস্ট বিশ্রামের পর কাল ২৪ আগস্ট দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত যে ৩ ঘণ্টার প্র্যাকটিস সেশন থাকবে , সেখানে আবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই অনুশীলনেও ১৫ মিনিটের একটি ছোট্ট সেশন শুধু মাঠে ঢুকে প্র্যাকটিস কভারের সুযোগ পাবেন মিডিয়া কর্মীরা।

তবে এর মধ্যে অধিনায়ককে অনুশীলনে পায়নি বাংলাদেশ দল। সাকিব এলপিএল খেলার কারণে ছিলেন অনুপস্থিত। প্রশ্ন উঠেছিলো, অধিনায়ককে ছাড়া অনুশীলন করতে গিয়ে দলের মধ্যে সমন্বয়টা কিভাবে তৈরি হচ্ছে?

অবশেষে সাকিব যোগ দিচ্ছেন জাতীয় দলের অনুশীলনে। তবে মিডিয়া ও সাকিব ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, বৃহস্পতিবারের অনুশীলনে সাকিব হাজির হলেও তা কাভার করার সুযোগ থাকছে মাত্র ১৫ মিনিটের জন্য।

বলার অপেক্ষা রাখে না তামিম ইকবালের বদলে ওয়ানডে অধিনায়ক হওয়ার পর সাকিবের কাল বৃহস্পতিবারই হবে প্রথম অনুশীলন। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে সাকিব হাজির থাকবেন আগামী কালের প্র্যাকটিসে। কিন্তু সে সেশনের প্রায় ৯০ ভাগ সময় মিডিয়ার মাঠে ঢোকার অনুমতি থাকবে না। মিডিয়া কর্মীদের থাকতে হবে মাঠের বাইরে।

আজ বুধবার ছিল জাতীয় দলের অনুশীলনের বিরতি। ক্রিকেটাররা ছিলেন ছুটিতে। দেশে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান বুধবার ছুটির আমেজেই কাটিয়েছেন।

যদিও কানাডার টি-টেন আর শ্রীলঙ্কার এলপিএল খেলার পর গত ২১ আগস্ট সোমবার বিকেলে ঢাকা ফেরা সাকিব রাতটুকু পার করে পরদিন মঙ্গলবার সকালেই হেলিকপ্টারে উড়ে যান বরিশাল। স্থানীয় এক হাসপাতালের উদ্বোধন করতে বরিশাল গিয়েছিলেন দেশের সেরা এই ক্রিকেটার।

আজ বুধবার প্র্যাকটিস না থাকায় সাকিবের সুবিধা হয়েছে। এদিনটা বিশ্রাম পেয়েছেন। কাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দলের সাথে অনুশীলনে নেমে পড়বেন ওয়ানডে দলের নতুন অধিনায়ক। এরপরের দিনটিও প্র্যাকটিস করবেন তিনি।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আগামী পরশু ২৫ আগস্টই আনুষ্ঠানিকভাবে শেষ অনুশীলন টিম বাংলাদেশের। সাকিব কাল-পরশু দুদিন প্র্যাকটিস করে এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট দলের সাথে উড়ে যাবেন কলম্বো। ৩১ আগস্ট পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।