আমি বেঁচে আছি, নিজেই বললেন হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০২৩

আজ (বুধবার) হঠাৎ ছড়িয়ে পড়ে জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর। এর ঘণ্টা চারেক পর জানা যায়, খবরটি ভুয়া। খোদ স্ট্রিক নিজেই বললেন, আমি বেঁচে আছি।

স্ট্রিকের মৃত্যুুর গুজবটি ছড়িয়ে পড়ে তার জাতীয় দলের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে। পরে অবশ্য ওলোঙ্গা সেই টুইট মুছে নতুন করে টুইটে নিশ্চিত করেছেন, মারা যাননি স্ট্রিক।

ওলোঙ্গা নতুন টুইটে লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত হয়েছে। আমি মাত্র তার কাছ থেকেই শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন। তিনি ভালোভাবেই জীবিত আছেন, বন্ধুরা।’

স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেছিল রয়টার্স, গার্ডিয়ানের মতো বড় বড় সংবাদমাধ্যম। এরপর যখন জানা যায়, স্ট্রিক বেঁচে আছেন; বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। স্ট্রিক নিজেই নিশ্চিত করেন, তিনি মারা যাননি।

‘টাইমস অব ইন্ডিয়া'র সঙ্গে আলাপে স্ট্রিক বলেছেন, ‘এটা খুবই নির্বুদ্ধিতা, বিদ্বেষপূর্ণ গুজব। এই বিষয়টি যাচাই করা এবং এতে সাহায্য করায় ধন্যবাদ। এটি পুরোপুরিই একটি গুজব।’

ভারতীয় পত্রিকা মিড ডে স্বয়ং স্ট্রিককে উদ্ধৃত করে জানিয়েছে, বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। নিজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়াটাকে দুঃখজনকও বলেছেন স্ট্রিক।

হোয়াটসঅ্যাপ বার্তায় মিড ডেকে স্ট্রিক বলেন, ‘এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে সূত্র এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।