ভারতের এশিয়া কাপের দলে ফিরলেন দু’জন, নতুন মুখ একটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২১ আগস্ট ২০২৩

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো অন্যতম ফেবারিট ভারত। বিশ্বকাপকে মাথায় রেখেই ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের ভারতীয় দল। এই দলে ফেরানো হয়েছে চোট থেকে ফেরা দু’জনকে। তারা হলেন লোকেশ রাহুল এবং স্রেয়াশ আয়ার। নতুন মুখ হিসেবে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন তিলক ভার্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।

এশিয়া কাপের জন্য এরই মধ্যে অন্য দেশগুলো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সবার শেষে নাম ঘোষণা করলো ভারত। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্মকর্তাও। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কেমন, সে তথ্য দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা।

ঘোষিত এই দলে রয়েছেন পেসার জসপ্রিত বুমরাহ, প্রাসিদ কৃষ্ণা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরেছেন এই দু’জন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেয়া হয়েছিলো পেসার মোহাম্মদ শামিকে। তাকেও রাখা হয়েছে দলে। তাদের সঙ্গে মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুরকে দিয়ে পূর্ণ করা হয়েছে ভারতের পেস অ্যাটাক।

অভিজ্ঞ লেগস্পিনার ইয়ুজবেন্দ্র চাহালকে জায়গা দেয়া হয়নি ভারতের ১৭ জনের দলে। তার পরিবর্তে কুলদিপ যাদবের সঙ্গে রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে দিয়ে সাজানো হয়েছে ভারতের স্পিন ডিপার্টমেন্ট।

এশিয়া কাপে ভারতের ১৭ জনের দল

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, জশপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রাসিদ কৃষ্ণা।

রিজার্ভ: সাঞ্জু স্যামসন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।