বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট, ম্যাকগ্রা-মরগ্যান দিলেন একইরকম মত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৫ আগস্ট ২০২৩

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। হাতে মাত্র মাস দুয়েক। এরই মধ্যে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা নিজেদের ভবিষ্যদ্বাণী এবং মতামত পোষণ করতে শুরু করেছেন। এবার সেমিফাইনালের চার দল বাছলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা এবং ইংল্যন্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারি অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা তার নিজের দেশকে রেখেছেন চার নম্বরে।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপে তিনি বলেন, ‘টুর্নামেন্টের সেরা চারটি দলে আমি চার নম্বরে অস্ট্রেলিয়াকে রাখছি। এতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। ভারত নিজেদের ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবে তারা এগিয়ে থাকবে। ইংল্যান্ড ভালো খেলছে সঙ্গে পাকিস্তানও রয়েছে। তাই এই চারটি দল সেরা।’

ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানও ঠিক ম্যাকগ্রার মতোই ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন, ইংল্যান্ড এবং ভারত এই দুই দল এই টুর্নামেন্ট খুব শক্তিশালী হয়ে উঠবে। অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এদের কাছাকাছি থাকবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্ট যখন প্রায় শেষের দিকে চলে আসবে, তখন ইংল্যান্ড ও ভারত সেখানে থাকবে এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। এবং অন্যান্য যে দলগুলো ট্রফি তুলতে পারে সেই জায়গায় থাকবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এই দুই দল খুব শক্তিশালী।’

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ-যুদ্ধ শুরু হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।