কলম্বো একাদশে এবারও সুযোগ মিললো না শরিফুলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩১ জুলাই ২০২৩

লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল জাফনা কিংস আর কলম্বো স্ট্রাইকার্স। জাফনার একাদশে সুযোগ মেলে তাওহিদ হৃদয়ের। ব্যাট হাতে বাজিমাতও করেছেন। কিন্তু কলম্বো প্রথম ম্যাচে নেয়নি শরিফুল ইসলামকে। সেই ম্যাচে হেরেছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে একাদশের বাইরে রেখেছে কলম্বো স্ট্রাইকার্স। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে আজ (সোমবার) শরিফুলকে ছাড়াই খেলতে নেমেছে কলম্বো।

টস জিতেছেন কলম্বোর অধিনায়ক নিরোশান ডিকভেলা। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে কলম্বোর সংগ্রহ ১ উইকেটে ৪ রান। ৪ করে আউট হয়ে গেছেন ডিকভেলা। উইকেটে আছেন বাবর আজম আর পাথুম নিশাঙ্কা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।