বড় জয়ে প্লে-অফে মুশফিকের দল
টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে জয় ছিল মাত্র একটি। সেই দলটিই এরপর টানা তিন জয় নিয়ে নাম লিখিয়েছে প্লে-অফে। বলছি, মুশফিকুর রহিমের জোহানেসবার্গ বাফেলোর কথা।
বৃহস্পতিবার রাতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জোহানেসবার্গ। হারারে হারিকেনসের বিপক্ষে জিতেছে ৯ উইকেট আর ২২ বল হাতে রেখেই।
এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে জোহানেসবার্গের।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল হারারে। তবে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
মোহাম্মদ নবি ১৪ বলে ১৯, ডোনোভান ফেরেইরা ১২ বলে ১৫, রেগিস চাকাভা ৫ বলে ১০ আর শেষদিকে ইরফান পাঠান ৬ বলে এক ছক্কায় করেন অপরাজিত ১০ রান।
মোহাম্মদ হাফিজ আর নুর আহমেদ নেন দুটি করে উইকেট।
জবাবে শুরুতেই হাফিজকে (৭) হারালেও ৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জোহানেসবার্গ। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন টম ব্যান্টন। উইল স্মিড করেন ১৯ বলে ৪৪। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।
দল সহজেই জিতে যাওয়ায় মুশফিকের আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি।
এমএমআর/এএসএম