পোর্ট অব স্পেনে শেষ দিনে জয় পাবে ভারত?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৪ জুলাই ২০২৩

জয়ের জন্য বড় রিস্ক নিয়ে নিলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ৩৬৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে তারা। জয়ের জন্য ৩৬৫ রান করতে নেমে যদিও চতুর্থ দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে বসেছে ক্যারিবীয়রা। ৪৪ রানে ২ উইকেট হারানোর পর দিন শেষ করেছে তারা ৭৬ রানে।

শেষ দিনে প্রায় সমান সমান অবস্থানে রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে ভারতের প্রয়োজন ৮ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৯ রান।

৯০ ওভারে ২৮৯ রান করা খুব কঠিন কিছু নয়। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুতে ক্যারিবীয়রা কত দ্রুত অলআউট হয়ে যায়, সেটাই দেখার বিষয়। আগের টেস্টেও একই পরিণতি দেখা গেছে তাদের। অশ্বিনের বলে একের পর এক উইকেট হারিয়েছে। এবারও যে দুই ব্যাটার আউট হয়েছেন, দু’জনের উইকেটই নিয়েছেন অশ্বিন।

৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানের জুটি গড়ে আউট হন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৫২ বলে ২৮ রান করেন তিনি। ওয়ান ডাউনে নামা কির্ক ম্যাকেঞ্জি ৪ বল খেললেও কোনো রান করতে পারেননি।

৯৮ বলে ২৪ রান করে উইকেটে রয়েছেন ত্যাগনারায়ন চন্দরপল। তার সঙ্গী হিসেবে ২০ রান নিয়ে ব্যাট করছেন জার্মেইন ব্ল্যাকউড।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অলআউট করে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করেই ইনিংস ঘোষণা করে ভারত। ৩৮ রান করেন জসস্বি জয়সওয়াল। ৪৪ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ইশান কিশান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।