কোচ ছাঁটাই করে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

বরাবরই সেরা দল তৈরি করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসির মত খেলোয়াড় রয়েছে দলে। ভালোমানের সব ক্রিকেটার নিয়েও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলে কোনো সাফল্য নেই।

অবশেষে বেঙ্গালুরু আগামী মৌসুমের জন্য নিজেদেকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে প্রথমেই কোচিং স্টাফে পরিবর্তন আনলো। বাদ দিয়েছে কোচ সঞ্জয় বাঙ্গার এবং ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনকে। যদিও নতুন কোচের নাম ঘোষণা করেনি তারা।

আইপিএলের ১৬টি আসর শেষ হয়ে গেলেও কোনো সাফল্য নেই বেঙ্গালুরুর। কোচিং স্টাফে পরিবর্তন আনার আগে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের চিন্তার বিষয় ছিল, বিরাট কোহলির সঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারের সম্পর্ক ভাল বলে শোনা যাচ্ছিলো।

বাঙ্গার এক সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। ফর্ম হারানো বিরাটকে ব্যক্তিগতভাবে অনুশীলনও করিয়েছিলেন তিনি। কোহলির পছন্দের কোচকেই ছেঁটে ফেলল আরসিবি। যদিও বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হয়েছে।

ভারতীয় মিডিয়ার খবর, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমন কাউকে চায়, যিনি নতুন করে ঢেলে সাজাতে পারবেন দলটিকে। শিরোপা জয়ের জন্য যেন পুরো দলটি মরিয়া হয়ে ওঠে, সে স্পিরিট তৈরি করতে পারবেন। গত মৌসুমে কোহলি রান পেলেও প্লে-অফে উঠতে পারেনি তারা। এ কারণেই কোচিং স্টাফে পরিবর্তন আনছে বেঙ্গালুরু। তবে নতুন কোচ ভারতীয় হবেন নাকি বিদেশি হবেন, সেটা স্পষ্ট নয়।

মাইক হেসন আরসিবির দায়িত্ব নেন ২০১৯ সালে। সে বছরই আইপিএলে তারা হয়েছিলো সর্বশেষ দল। ২০২২ আইপিএলের পূর্ব মুহূর্তে দায়িত্ব নেন সঞ্জয় বাঙ্গার। কিন্তু কোনো পরিবর্তনই বেঙ্গালুরুকে কোনো সাফল্য এনে দিতে পারলো না।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।