অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে গুটিয়ে দিয়েও বিপাকে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ০৭ জুলাই ২০২৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম দুই টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। লিডসে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও জমে উঠেছে লড়াই। প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে গুটিয়ে দিয়েও বিপাকে ইংল্যান্ড। ৩ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ইংল্যান্ড এখনও পিছিয়ে ১৯৫ রানে। প্যাট কামিন্সের শিকার হয়েছেন বেন ডাকেট (২) আর হ্যারি ব্রুক (৩)। শেষ বিকেলে সাজঘরে ফিরেছেন সেট ব্যাটার জ্যাক ক্রলিও (৩৩)।

jagonews24

এর আগে ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর মিচেল মার্শের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া। ৫ উইকেটে তারা তুলেছিল ২৪০ রান।

কিন্তু ১৭ বাউন্ডারি আর ৪ ছক্কায় মার্শ বল সমান ১১৮ রানের ইনিংস খেলে ক্রিস ওকসের শিকার হলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। একাই ৫ উইকেট নিয়ে সর্বনাশটা ঘটান মার্ক উড। ৩টি উইকেট পান ওকস।

২৩ রানে শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫২ ওভারে ৪ উইকেটে ২৪০ থেকে ৬০.৪ ওভারে অসিদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।