তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি
তামিম ইকবালের আচমকা অবসরে ওয়ানডে দলে একটি জায়গা খালি হয়েছে। সেই জায়গায় ডাকা হয়েছে ডানহাতি ওপেনার রনি তালুকদারকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন রনি।
রনি এমনিতে টি-টোয়েন্টি দলে আছেন। আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ওয়ানডে স্কোয়াডেও ঢুকে পড়লেন।
রনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বাংলাদেশের সর্বশেষ সিরিজে ওয়ানডে অভিষেক হয় রনির। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি। ১৪ বল খেলে ৪ রান করে আউট হন রনি।
এবার তার সামনে আসতে পারে দ্বিতীয় সুযোগ। তামিম না থাকায় একাদশেও সুযোগ মিলতে পারে ৩২ বছর বয়সী রনির।
প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই শনিবার।
এমএমআর/এমএস