যারপরনাই বিস্মিত জালাল ইউনুস

তামিমের এমন ঘোষণার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিসিবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৬ জুলাই ২০২৩

‘আমি শতভাগ বা পুরোপুরি ফিট না। তারপরও আশা করছি বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবো’- শতভাগ ফিট না থেকেও অধিনায়ক তামিম ইকবালের খেলার এই ঘোষণা স্বাভাবিকভাবে নিতে পারেননি হেড কোচ হাথুরুসিংহে। ক্ষুব্ধ বাংলাদেশ কোচ ফোন করে বসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে। তিনিও বিষয়টি ভালোভাবে নেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বসেন মিডিয়ার কাছে।

বোঝাই যায়, বিসিবি প্রধানের সব ক্ষোভ গিয়ে পড়ে তামিম ইকবালের ওপর। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১৩ রানে আউট হন তামিম। টিম বাংলাদেশও বৃষ্টিভেজা ম্যাচটিতে ডিএল মেথডে হার মানে ১৭ রানে। বোঝাই যাচ্ছে, হারের সব দায়-দায়িত্ব গিয়ে বর্তায় অধিনায়ক তামিমের ওপর।

বোর্ড ও কোচের কাছ থেকে নানা তীর্য্ক কথার মুখে দুঃখে, কষ্টে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক তিনমাস আগে তামিমের কাছ থেকে এলো এ ঘোষণা।

ওয়ানডে অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের সেরা ওপেনারের হঠাৎ জাতীয় দল থেকে ৩ ফরম্যাটে সরে দাঁড়ানোর ঘোষণায় বিসিবির প্রতিক্রিয়া কী? তা জানতে উৎসুক পুরো দেশ।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চরম বিস্ময় প্রকাশ করেন। জালালের সোজা-সাপ্টা কথা, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।‘

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রি-ম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনুস আরও বলেন, ‘তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো।’

তাকে কি সিদ্ধান্ত বদলের কোনো অনুরোধ জানানো হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিনিয়র পরিচালক জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।