সৌম্য কি ফিরবেন, কী ইঙ্গিত দিলেন সহকারী কোচ?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৪ জুন ২০২৩

আগামী ৫ জুলাই শুরু বাংলাদেশ আর আফগানিস্তান ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। তার আগে গত ২০ জুন শুরু হয়েছিল টাইগারদের ৩ দিনের ট্রেনিং ক্যাম্প। আজ শনিবার দুপুরে শেষ হলো সে অনুশীলন।

আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের দল ১৫ জনের। কিন্তু অনুশীলনে ডাকা হয়েছিল আরও তিন ক্রিকেটারকে। তারা হলেন-টপ অর্ডার সৌম্য সরকার, দুই অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মাহদি।

কেমন হলো এই তিনদিনের প্র্যাকটিস? যে লক্ষ্যে তিনজন বাড়তি ক্রিকেটারকে ডাকা হয়েছিল, তা কতটা সফল হয়েছে? টিম বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস মনে করেন, এ তিনদিনের ক্যাম্প খুব ভালো হয়েছে।

আজ শনিবার ক্যাম্প শেষে মিডিয়ার সঙ্গে আলাপে পোথাস সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ক্যাম্প খুবই ভালো হয়েছে। ক্যাম্প সব ক্রিকেটারকে দেখার একটা সুযোগ করে দিয়েছে। দারুণ সুযোগ-সুবিধা। ছেলেরা যতটা সম্ভব তৈরি হয়েছে। আমরা খুবই খুশি।’

দলের বাইরের ক্রিকেটাররা ছিলেন এ ক্যাম্পে, তা নিয়ে কিছু বলতে বলা হলে জাতীয় দলের সহকারী কোচ জানান, এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়।

পোথাসের ভাষায়, ‘তারা যেন এটা না ভাবে যে তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের অপশনও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয় যে, কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এজন্য আমরা তাদেরকে সেরা সুযোগ-সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। এবং আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সৌম্য সরকার। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করতে পারছেন না। তাকে কেমন দেখলেন? তার ব্যাপারে আপনার মূল্যায়ন কী?পোথাসের উত্তর, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা দেখিনি। অনেক আগে তাকে টিভিতে দেখেছি। এটা অবজারভেশন পিরিয়ড। তাদের যতটা সম্ভব রিলাক্স রাখা যায়। আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে আমি তাকে ২-৩ বার নেটে দেখেছি, যেটা যথেষ্ট নয়।’

দলে সুযোগ মিললে সৌম্যর পজিশন কী হবে? জানতে চাইলে পোথাস বলেন, ‘সৌম্য আগে টপ অর্ডারে খেলেছে। এটা হেড কোচের সঙ্গে কথা বলার বিষয় আছে। যেটা এখনো হয়নি। মাত্র তাকে দেখার শুরু হয়েছে। তার সামনে ইমার্জিং এশিয়া কাপ হচ্ছে। দিনশেষে যেকোনো ব্যাটারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে-রান। সে কেমন, কেমন করতো এসব অমূলক। দলের যেটা দরকার, সেটা হচ্ছে রান।’

অধিনায়ক তামিম ইকবালের কী অবস্থা? পোথাস বলেন, ‘সে যেমন খেলে, তেমনই খেলছে। আমরা কিছু জিনিস পরিবর্তন করেছি, সে এখন দারুণ অবস্থায় আছে। তবে মেডিকেল পয়েন্ট অব ভিউ থেকে তামিম সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। কারণ আমি ফিজিও না।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।