মাথায় আঘাত পাওয়া আফগান অধিনায়ক এখন কেমন আছেন?

দিনের খেলার শেষ অংশের ঘটনা। হঠাৎই বাংলাদেশ ফাস্টবোলার তাসকিন আহমেদের বাউন্সারে হেলমেটের ওপর দিয়ে মাথায় ব্যথা পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদিকে।
খাটো লেন্থের ডেলিভারি দেখে আগেভাগেই বসে গিয়েছিলেন আফগান ক্যাপ্টেন। ভেবেছিলেন বল তার মাথার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু তা যায়নি। বল তার প্রত্যাশার চেয়ে নিচে থেকে গিয়ে আঘাত হানে হেলমেটে। মাটিতে পড়ে যান শহীদি। মাঠে স্ট্রেচার চলে আসলেও অবশ্য পরে পায়ে হেঁটেই বের হন তিনি।
আফগান অধিনায়কের শারীরিক অবস্থা এখন কেমন? তিনি কেমন অনুভব করছেন? হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? নাকি তিনি টিম হোটেলেই আছেন? নানা কৌতুহলী প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেলো, শহীদি মোটামুটি সুস্থ আছেন। কোনোরকম খারাপ বোধ করছেন না তিনি। আফগানিস্তানের টিম লিঁয়োজো জনি শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ জাগো নিউজকে জানান, ‘হাসমতউল্লাহ শহীদি টিম বাসে করেই হোটেল সোনারগাঁওয়ে (আফগানিস্তানের টিম হোটেল) পৌঁছেছেন। তিনি ভালো আছেন। কোনরকম অস্বস্তি বা খারাপ লাগার কথা বলেননি।’
অবস্থার অবনতি না ঘটলে তাকে হাসপাতাল নিতে হবে না আর। জনি আরও জানান, হাসমতউল্লাহ শহীদির আশা কাল শনিবার তিনি ব্যাটিংও করতে পারবেন।
এআরবি/এমএমআর/এএসএম