তৃতীয় বাংলাদেশি হিসেবে মিরাজের ১৫০

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৫ জুন ২০২৩

আরও একটি মাইলফলক মেহেদি হাসান মিরাজের। টাইগার অফস্পিনার পা রাখলেন সেরা তিনের ঘরে। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১৫০ উইকেট শিকার করলেন তিনি।

মিরপুরে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) এই মাইলফলকে পা রেখেছেন মিরাজ। করিম জানাতকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ১৫০ উইকেট পূরণ করেন এই অফস্পিনার।

মিরাজের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ১৫০ উইকেট নিয়েছেন দুজন-সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। সাকিবের উইকেট এখন ২৩৩, তাইজুলের ১৭৭।

১০০ উইকেটের ক্লাবে আছেন আর মাত্র একজন বাংলাদেশি। তিনি অবশ্য বর্তমানে খেলছেন না। সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক টেস্টে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।