পাঁচদিন ঘাম ঝরিয়ে এক টাকাও পাবেন না রোহিত-কোহলিরা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে হাতছাড়া হয়েছে শিরোপা। এর মধ্যে আরেক বড় দুঃসংবাদ।
ওভালে স্লো ওভাররেটের দায়ে আইসিসির শাস্তির মুখে পড়তে হলো টিম ইন্ডিয়াকে। সেই শাস্তিটাও নজিরবিহীন, আইসিসির সিদ্ধান্তের কারণে টানা পাঁচদিন ঘাম ঝরিয়েও কোনো টাকা পাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা্
ওভালে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। সবদিক বিবেচনার পরেও ৫ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির পুরো টাকাই কেটে নিয়েছে আইসিসি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। সেই অনুযায়ী ৫ ওভার পিছিয়ে থাকার জন্য (৫x২০) ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ফাইনাল ম্যাচ বলে আরও একটি দলগত শাস্তির হাত থেকে রেহাই পেয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়ার শাস্তিবিধান রয়েছে।
অর্থাৎ, ফাইনাল না হয়ে এটি যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগের ম্যাচ হতো, তাহলে ক্রিকেটারদের জরিমানার পাশাপাশি ভারতীয় দলের ৫ পয়েন্ট কাটা যেতো।
শুধু ভারতই নয়, ওভালে একই দোষ করে অস্ট্রেলিয়াও। তারাও নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। সব দিক বিবেচনার পরে ৪ ওভার পিছিয়ে ছিলেন প্যাট কামিন্সরা। সুতরাং, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ম্যাচ ফির (৪x২০) ৮০ শতাংশ জরিমানা করা হয়। সুতরাং, নামমাত্র ২০ শতাংশ ম্যাচ ফিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অসি তারকাদের।
আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ম্যাচের শেষে ভারত ও অস্ট্রেলিয়া, দু'দলের শাস্তিবিধান করেন। অধিনায়ক রোহিত ও কামিন্স অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এদিকে দেশের হয়ে টেস্ট খেলে আয় করার বদলে শুভমান গিলকে বাড়ি থেকে টাকা দিতে হবে। কেননা ওভালে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা গিলের ১১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে।
দলের স্লো ওভাররেটের জন্য গিলের ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগতভাবে আচরণবিধি ভঙ্গের জন্য আরও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হবে তাকে।
এমএমআর/এএসএম