জাসিয়ার দ্বিতীয় সেঞ্চুরি, জিতেই চলছে মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৭ জুন ২০২৩

এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি হাঁকালেন জাসিয়া আকতার। আজ বুধবার বিকেএসপির এক নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে দারুন এক সেঞ্চুরি উপহার দিয়েছেন মোহামেডানের ভারতীয় রিক্রুট জাসিয়া আকতার।

কাশ্মিরের এ ২৬ বয়সী নারী অলরাউন্ডারের ব্যাট থেকে আসা ৬৯ বলে ১১ বাউন্ডারি আর ৬ ছক্কায় সাজানো ১০৬ রানের ঝোড়ো ইনিংসে এবারের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের পঞ্চম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সংঘর বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেযেছে মোহামেডান।

খেলাঘরের সব উইকেট হারিয়ে তোলা ২২৪ রান (৪৯.২ ওভারে) রান টপকে ৬ উইকেট খুইয়ে ৫৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় সাদা-কালো শিবির। আবাহনীকে হারিয়ে চমক দেখানো খেলাঘরের লতা মন্ডল এ ম্যাচে ১১৮ বলে ৯৪ রানের দারুন ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

মোহামেডান অধিনায়ক অভিজ্ঞ সালমা খাতুনের মাপা অফস্পিনের সামনে খেলাঘরের বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। সালমা ১০ ওভারে ৩ মেডেনসহ ৩০ রানে দখল করে ৫ উইকেট।

মোহামেডানের আরেক টপ অর্ডার শারমিন আক্তার সুপ্তাও ১০৩ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দল জেতাতে রাখেন কার্যকর অবদান।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।