যে কারণে হাথুরুর কাছে বাড়তি প্রত্যাশা আকরামের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৩ জুন ২০২৩
ফাইল ছবি

আফগানদের সমীহ দেখাতে এতটুকু দ্বিধা নেই তার; কিন্তু তারপরও আকরাম খান মনে করেন, টেস্টে বাংলাদেশের সম্ভবনাই বেশি। কেন বিসিবির এ শীর্ষ কর্মকর্তা ও ফ্যাসিলিটিজ কমিটি চেয়ারম্যান আকরাম খান তেমনটা মনে করেন?

তার ব্যাখ্যাও আছে। কথা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেই ফেলেছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দলের সঙ্গে থাকাটাই তার কাছে অনেক কিছু এবং আকরামের বিশ্বাস ও আস্থা হাথুরু কোচ হিসেবে থাকা মানেই উজ্জ্বল পারফরমেন্স ও ভাল ফলের সম্ভাবনা।

হাথুরুকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের অন্যতম সেরা কোচ হিসেবে অভিহিত করে আকরাম খান বলেন, ‘আমি এটা বলব না যে, সে অনেক উন্নতমানের কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছে, হাথুরু সেরাদের একজন।’

এ বিসিবি পরিচালক যোগ করেন, ‘হাথুরুর কাছ থেকে দল যা পায়, তা অন্যকোচদের কাছ থেকে পাওয়া যায় না। হাথুরুরর ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। তো সে জন্যই কিন্তু আমরা ওর সঙ্গে পারফরম্যান্সটা ভালো করি। তো আমি আশা করছি, ও যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব।’

এদিকে কোচ হাথুরুর মাঝে বিশেষ কিছু গুণ আছে, এ কথা বলার পাশাপাশি ক্রিকেটারদের প্রতিও আস্থা ব্যক্ত করেছেন আকরাম। ‘প্লেয়াররাও সাম্প্রতিক সময় অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।