এইচপির নতুন ব্যাটিং কোচ হলেন বারমুডার ডেভিড হ্যাম্প

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৩ মে ২০২৩

দল বদল, অনুশীলন আর ঈদের সময় ২ সপ্তাহের বিরতি ধরলে দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে চলেছে ঢাকা ক্লাব ক্রিকেট। সঙ্গে জাতীয় দলের কার্যক্রম তো ছিলই। সব মিলিয়ে জাতীয় দল ও তার বাইরে থাকা ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটিয়েছেন বেশ কিছু দিন।

এ কারণে কয়েক মাস অনুষ্ঠিত হয়নি হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম। কয়েক মাস বন্ধ থাকার পর আবার আগামীকাল ২৪ মে বুধবার থেকে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) ট্রেনিং।

এ পর্বে ব্যাটিং কোচ হয়ে আসছেন বার্মুডার ৫২ বছর বয়সী ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। বার্মুডার হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হ্যাম্প ইংলিশ কাউন্টি দল গ্ল্যামারগন ও ওয়ারউইকশায়ারের পক্ষে কাউন্টি ক্রিকেটের একজন সফল পারফরমার হিসেবে পরিগণিত।

এর আগে ২০২০ থেকে ২০২২ - দুই বছর তিনি পাকিস্তান নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। এবার বিসিবির সঙ্গে ২ বছরের জন্য চুক্তিভুক্ত হয়েছেন হ্যাম্প। ২০২৫ সালের জুনে তার মেয়াদ শেষ হবে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।