যে কারণে টি স্পোর্টস ও জিটিভিতে এবার খেলা দেখা যাবে না

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৮ মে ২০২৩

ঠিক রাত পোহালে কথাটা বলা বা লেখা যাবে না। কারণ খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় শুরু বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলাটি হবে চেমসফোর্ডের এসেক্স মাঠে।

বাংলাদেশ ভক্ত ও সমর্থক, অনুরাগীদের জন্য আছে দুঃসংবাদ। বাংলাদেশের কোনো টেলিভিশনে এ খেলা সরাসরি দেখা যাবে না। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সাধারণত বাংলাদেশের দুটি চ্যানেল বেশিরভাগ আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে। তার একটি হলো স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, অন্যটি জিটিভি বা গাজী টিভি।

কিন্তু এ দুটি চ্যানেলের কোথাও এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখা যাবে না। সূত্রের দাবি, তারা এবার সম্প্রচার করতে পারছে না কারণ, টিভিতে খেলা দেখাতে হলে তাদের যে পরিমাণ অর্থ খরচ করতে হবে, বিজ্ঞাপন থেকে তার ধারেকাছে আয় হবে না।

জানা গেছে, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের তিন ম্যাচের সিরিজ সরাসরি টিভিতে দেখাতে হলে জিটিভি আর টি স্পোর্টসকে অন্তত ৫ কোটি টাকা লোকসান করতে হবে। কারণ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে যে প্রতিষ্ঠান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিভি স্বত্ব কিনেছে, তাদের কাছ থেকে ফিড কিনতে গেলে গুনতে হবে অনেক বেশি অর্থ।

সূত্র আরও জানায়, বিজ্ঞাপন খাত থেকে অনেক বেশি টাকা পেলেও ওই তিন ম্যাচের জন্য ৫ কোটি টাকা ক্ষতি পোষানো সম্ভব নয়। তাই জিটিভি ও টি স্পোর্টসের পক্ষে এই সিরিজ দেখানো সম্ভব হচ্ছে না।

সেক্ষেত্রে বিটিভি কি খেলা দেখাতে পারে? সূত্র মতে, সে সম্ভাবনাও কম। কারণ বিটিভি বাংলাদেশের রাষ্ট্রীয় টিভি। এ দেশের যে টিভি চ্যানেলই প্রচার স্বত্ব কিনুক না কেন, রাষ্ট্রের একমাত্র টিভি হিসেবে বিটিভি ‘ফিড’ পায় আপনাআপনি। যেহেতু বাংলাদেশের কোনো প্রাইভেট চ্যানেল টিভি রাইটস কেনেনি, তাই বিটিভির কাছে ফিড দেওয়ারও প্রশ্ন আসে না।

তবে সূত্রের শেষ কথা, বিটিভি যদি নিজ উদ্যোগে অন্য কোনো জায়গা বা ক্ষেত্র থেকে ফিড জোগাড় করতে পারে, সেটা ভিন্ন কথা। না হয় বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এবার খেলা দেখা যাবে না।

ফলে বাংলাদেশের ক্রিকেট অন্তঃপ্রাণ দর্শকদের এখন অন্য কোনো ইউটিউব চ্যানেল, আইসিসি টিভি বা ভিনদেশি কোনো টেলিভিশন চ্যানেলের শরণাপন্ন হতে হবে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।