আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই: মিরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৫ মে ২০২৩

কাগজে কলমে বাংলাদেশ বেশ এগিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশই ফেবারিট থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরও প্রতিপক্ষকে খাটো করে দেখার পক্ষপাতী নয় টাইগাররা। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যেমন বললেন, আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লন্ডনের চেমসফোর্ডে আছে বাংলাদেশ দল। ৯ মে প্রথম ওয়ানডে। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই হালকাভাবে নেওয়ার সুযোগও নেই। দ্বিতীয় দিনের দলীয় অনুশীলনের পর মেহেদি হাসান মিরাজের কণ্ঠে ঝরে পড়লো প্রতিপক্ষের জন্য সমীহ।

আয়ারল্যান্ড দল কাগজে কলমে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও, তাদের ছোট করে দেখতে নারাজ মিরাজ। তার কথা, 'যেকোনো জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। ছোট-বড় দল নয়, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি। তবে এখানে খেলা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা আগেও হয়েছে বাংলাদেশের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এখানে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আমরা আলোচনা করছি, কীভাবে কী করা যায়। আশা করছি, খুব দ্রুতই আমরা একটা সমাধানে আসব কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করতে পারি।’

চেমসফোর্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড বাংলাদেশের জন্য কিছুটা অচেনা। তবে মাঠ দেখে একটা পরিকল্পনা ঠিক করে ফেলেছে দল, জানালেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু আমরা যে মাঠে খেলব সেখানে সোজা বাউন্ডারি একটু ছোট ও পাশের দিকে কিছুটা বড়। তাই ওভাবেই আমরা পরিকল্পনা করছি।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।