‘জাতীয় দলের না বিসিবির ব্যাটিং কোচ সিডন্স’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০২ মে ২০২৩

অস্ট্রেলিয়ান জেমি সিডন্স আর জাতীয় দলের কোচিং প্যানেলে নেই। টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদ ছেড়ে তিনি এখন ‘এ’ দল এবং বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করবেন। গতকাল সোমবার সিডন্স ফেসবুক ওয়ালে নিজেই এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই, শোরগোল, নানা গুঞ্জন। হঠাৎ কী এমন হলো যে সিডন্স জাতীয় দল থেকে সরে নিচু সারির দলের কোচ হতে চাইলেন? তবে কি জাতীয় দলের কোচিং প্যানেলে কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে? এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

তবে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলছেন, বিষয়টা মোটেই তেমন নয়। তিনি বোঝাতে চাচ্ছেন, আসলে জেমি সিডন্স শুধু বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আসেননি। নিয়োগপত্র মোতাবেক সিডন্স আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কোচ। এখন বিসিবি তাকে যেখানে যেভাবে চাইবে, তার সেখানেই কাজ করতে হবে।

বিসিবি সিইও নিজামউদ্দীন সুজন বলেন, ‘বিষয়টা ওই রকম না। বিসিবির সাথে সিডন্সের যে এগ্রিমেন্ট আছে সেখানে বলা আছে ওয়ার্কিং অ্যাজ এ বিসিবির ব্যাটিং কোচ। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেবো। আমরা আমাদের যখন যেখানে ফিল করবো তার সার্ভিসটা দরকার সেখানে নেবো। ইনিশিয়ালি তাকে আমাদের ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও ইন্টারেস্ট দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার।’

এখন জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ না করলে তার জায়গাটা নেবেন কে? বিসিবি সিইওর জবাব, ‘দলের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো রিক্রুটমেন্টগুলো হচ্ছে। ইতোমধ্যেই আমাদের হাথুরুর কোচিং লাইনে দু-একজন জয়েন করছেন এবং তার পরবর্তীতে আর কোনো রিকোয়্যারমেন্ট আসে আমরা দেখবো।’

আবার সহসাই কি ন্যাশনাল টিমে দেখ যাবে সিডন্সকে? এমন প্রশ্নর জবাবে বিসিবি সিইও বলেন, ‘এটা খুব দ্রত বলা হয়ে যাবে। মাত্রই একটা পরিবর্তন হলো। এখন এই মুহূর্তে বলা ডিফিকাল্ট। যখন দরকার হবে, তখন দেখা যাবে। আমাদের হেড কোচ যে আছে তারা কী চাচ্ছেন, তাদের রিকোয়্যারমেন্ট অনুযায়ী চেঞ্জ আসে। তাদের দিক থেকে যদি কোনো রিকয়্যারমেন্ট থাকে তাহলে দেখা যাবে।’

অফ সিজনে সিডন্সের কাজ কী হবে? ‘আমাদের প্রোগ্রাম যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করবে। এইগুলো ডিপার্টমেন্টগুলো তো ফাইনাল করে। তাদের যদি কোনো রিকোয়্যারমেন্ট থাকে সিডন্সের সার্ভিসটা চাচ্ছে, তখন দেখা যাবে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।