টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালো গুজরাট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

আগের ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পেয়ে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে এসেছিলো কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলের অন্যতম সেরা দল গুজরাট টাইটান্সের মুখোমুখি শাহরুখ খানের দল। তার ওপর ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে।

ঘরের মাঠে ম্যাচে টস জিততে পারেনি কেকেআর অধিনায়ক নিতিশ রানা। হার্দিক পান্ডিয়া জিতলেন টস এবং স্বাভাবিকভাবেই ফিল্ডিং বেছে নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানালেন কলকাতার অধিায়নককে।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়। মাঠ ভেজা থাকার কারণে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় পর খেলা শুরু হয়। তবে দুই দলের কাছ থেকে কোনো ওভার কেটে নেয়া হয়নি।

কেকেআর একাদশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নারায়ন জগদিশান, ভেঙ্কটেশ আয়ার, নিতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ডেভিড ওয়াইজ, শার্দুল ঠাকুর, হার্শিত রানা, বরুন চক্রবর্তি।

গুজরাট টাইটান্স একাদশ

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অবিনভ মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, জস লিটল, নুর আহমাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।