আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেলো রুপগঞ্জ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

আগের রাউন্ডেই এককভাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে চলে গিয়েছিল আবাহনী। প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে এসে নিজেদের অবস্থান আরও মজবুত করলো আকাশি-হলুদ জার্সিধারীরা।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জকে ৫ উইকেটে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে মোসাদ্দেক হোসেনের দল। ৮ খেলায় আবাহনীর শতভাগ সাফল্যের বিপরীতে সমান খেলায় লিজেন্ডস অব রুপগঞ্জের এটা টানা দ্বিতীয় হার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকালের সেশনে আবাহনীকে ২৮৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মাশরাফির দল। ভারতীয় রিক্রুট চেরাগ জানির হাফসেঞ্চুরি (৫৪), সাব্বির রহমান রুম্মনের ৪৮, ওপেনার পারভেজ হোসেন ইমনের ৪২ বলে ৩৯ আর শেষ দিকে সোহাগ গাজী (২০ বলে ৫ ছক্কায় ৪৮) ও মাশরাফির (১৫ বলে তিন ছক্কায় ২৮) ঝোড়ো ব্যাটিংয়ে ২৮৬ রানের বড় পুঁজি পায় লিজেন্ডস অফ রুপগঞ্জ। কিন্তু সেটায় শেষ রক্ষা হয়নি।

বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব এবারের লিগে নিজের সেরা ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে আবাহনীকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

আবাহনীর হয়ে এবারের লিগে দুর্দান্ত খেলা নাইম শেখ (৮৫ বলে ৭৬) ও এনামুল হক বিজয় (২৫ বলে ২৮) উদ্বোধনী জুটিতে ৬০ রান তুলে দেন। বিজয় আউট হওয়ার পর পাকিস্তানি দানেশ আজিজ (৯) আর জাকের আলী নায়েক (৩১) আর অধিনায়ক মোসাদ্দেক (২৮) অল্প রানে ফিরলে এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন আফিফ।

আফিফ হোসেন ধ্রুবর উত্তাল উইলোবাজিতে (৬২ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত ৮০) লিজেন্ডস অব রুপগঞ্জের বোলিং এলোমেলো হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রুপগঞ্জ: ৫০ ওভারে ২৮৬/৯ (মুনিম শাহরিয়ার ১৪, পারভেজ হোসেন ইমন ৩৯, সাব্বির রহমান রুম্মন ৪৮, ইরফান শুক্কুর ২১, চেরাগ জানি ৫৪, তানবির হায়দার ১৮, মাশরাফি ব্নি মর্তুজা ২৮, মুকতার আলী ৬, সোহাগ গাজী ৪৮; সাইফউদ্দীন ২/৪৩, দানিশ আজিজ ৪/৪৩)

আবাহনী: ৮৯.২ ওভারে ২৮৯/৫ (এনামুল বিজয় ২৫, নাইম শেখ ৭৬, দানিশ আজিজ ৯, জাকের আলী ৩১, আফিফ হোসেন ধ্রুব ৮০ অপরাজিত, মোসাদ্দেক হোসেন ২৮, সাইফউদ্দীন ২৬ অপরাজিত; রাজিবুল ইসলাম ২/৫১, আব্দুল হালিম ২/৫০, মাশরাফি ১/৫৮)

ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।