মোহামেডানের টানা দ্বিতীয় জয়
হারের বৃত্ত থেকে বেরিয়ে আগের খেলায় শেখ জামালের বিপক্ষে প্রথম জয় পাওয়া মোহামেডান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেলো। আজ বুধবার বিকেএসপি ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংককে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান।
সৌম্য সরকার ছাড়া ব্যাটারদের আর কারো বড় স্কোর নেই। সৌম্য ৯১ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫৬ রান করেন।
অধিনায়ক ও ওপেনার ইমরুল কায়েস (১), রনি তালুকদার (১৪), মাহিদুল ইসলাম অংকন (২২), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩), শুভাগত হোম (২৯), আরিফুল হক (২৪), জ্যাক লিনটট (২৫)- সবাই সেট হয়ে আউট হন। তাই শেষ পর্যন্ত ২২০ রানে আটকে থাকে মোহামেডান।
পেসার মুশফিক হাসান আর তিন স্পিনার নাজমুল অপু, শুভাগত হোম ও জ্যাক লিনটট সেই মাঝারি পুঁজিকেও জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণ করে ছেড়েছেন। তাদের মাপা লাইন ও লেন্থের বোলিংয়ের মুখে ১৮১ রানেই শেষ হয় অগ্রণী ব্যাংকের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৫০ ওভারে ২২০/৯ (ইমরুল ১, রনি তালুকদার ১৪, সৌম্য সরকার ৫৬, অংকন ২২, রিয়াদ ২৩, শুভাগত হোম ২৯, আরিফুল ২৪, জ্যাক লিনটট ২৫; আরাফাত সানি ৩/২৭, আবু হায়দার রনি ২/৫২, এনামুল হক ২/৪৩, শরিফুল্লাহ ১/৪৩)
অগ্রণী ব্যাংক: ৪৮.২ও ওভারে ১৮১/১০ (ইলিয়াস সানি ১৪, জাহিদ জাভেদ ১৬, মার্শাল আইয়ুব ২৪, আজিম নাজির কাজী ৩৮, শামসুল ইসলাম অনিক ৪৬, আবু হায়দার রনি ২২; মুশফিক হাসান ৩/২৩, নাজমুল অপু ৩/৩৩, শুভাগত হোম ২/৩২, জ্যাক লিনটট ২/৩৯)
ফল: মোহামেডান ৩৯ রানে জয়ী।
এমএমআর/জিকেএস