মন চায় ৫০০-৬০০ উইকেট নিই, বুড়ো হয়ে যাইনি তো: তাইজুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

সাকিব যখন শেষ সেশনে দিনের ৬৬ নম্বর ওভারে বোলিংয়ে আসলেন, ততক্ষণে আয়ারল্যান্ডের ৭ উইকেটের পতন ঘটেছে। যার চারটিই জমা পড়ে তাইজুল ইসলামের ঝুলিতে। এ বাঁহাতি স্পিনার শেষ পর্যন্ত ৫৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

টেস্টে এর আগে ১০ বার ৫ উইকেট শিকারি তিনি। ৪১ নম্বর টেস্টে ১১ বারের মত ৫ উইকেট জমা পড়লো এ বাঁহাতি স্পিনারের পকেটে। কেমন লাগছে তাইজুলের? অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাইজুল বলেন, ‘ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট অবশ্যই এটা ভালো লাগার বিষয়।’

তাইজুল যোগ করেন, ‘উইকেটের যেমন অবস্থা এই রকম উইকেটে পাঁচ উইকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো আলহামদুল্লিলাহ যে, পাঁচ উইকেট পেয়েছি।’

তার বয়স এখন প্রায় ৩২, ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান তাইজুল? এমন প্রশ্নর জবাবে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘মন তো চায়, ৫০০-৬০০ উইকেট নিই। বয়স হইছে। বুড়ো হয়ে যাই নাই তো (হাসি)।’

অধিনায়ক সাকিব বোলিংয়ে এসেছেন অনেক পরে। মাঠে কেমন ছিল তার আচরণ? খেলা দেখে মনে হয়েছে, সাকিব একটু নির্লিপ্ত ছিলেন। সত্যিই কি এমন কিছু?

তাইজুল জানালেন, ‘না, না। মাঠে অধিনায়ক সাকিবের আচরণ ঠিক ছিল। মাঠে যখন যেটা দরকার ছিল, অধিনায়ক সাকিব ঠিক তাই করেছেন।’

তাহলে কেন দেরিতে বোলিংয়ে আসা? তাইজুলের জবাব, ‘ক্যাপ্টেন তো সবসময় দলের ভালো চাইবে। ভুল কিছু হলে অবশ্যই সাজেশন দিবে। তো মাঠের সিচুয়েশন উনি অনেক ভালো বুঝে। যখন যেটা শেয়ার করা দরকার, সেটাই শেয়ার করছিল। উনি আমাদের উপর কনফিডেন্স ছিল বলেই জিনিসটা করিয়েছে (দেরিতে বল)।’

শেরে বাংলার উইকেটের চরিত্র কি পাল্টেছে? কেউ কেউ এমনটাই মনে করছেন। কিন্তু তাইজুলের তা মনে হয় না। উইকেট সম্পর্কে এ বাঁহাতি স্পিনারের মূল্যায়ন, ‘তেমন কোনো চেঞ্জ নেই উইকেটে। আপনি হয়তো খেয়াল করবেন যে, উইকেটটা এমন চাইলেও হয়তো বড় শট করতে পারবেন না। হয়তো থাকতে পারবেন, কিন্তু বড় শট করতে গেলেই একটা কিছু হয়ে যাবে। ভালো লাইন বা লেন্থে যদি বল করা যায়, স্পিনার হোক বা পেসার, উইকেটটা অমনই যে, লাইন লেন্থে বল করলে দুইজনই সুবিধা পাবে।’

দিনের শেষ ওভারে তামিম ইকবালের আউটের পর প্রথম দিন শেষে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? তাইজুল বলেন, ‘এমন সময় উইকেটটা পড়ছে যে, আমরা একটু ব্যাকফুটে। ব্যাকফুটে বলব না ঠিক, হতে পারে। বাট এখান থেকে ক্যাম ব্যাক করাটা ইম্পর্ট্যান্ট আরকি।’

আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ করেছে দিন। এখনও পিছিয়ে ১৮০ রানে।

তাইজুল মনে করেন, অবস্থার উন্নতি ঘটাতে হলে এবং আইরিশদের রান টপকে একটা বড়সড় লিড নিতে হলে একটা বড় জুটি দরকার। সেটা হয়ে গেলেই আর কোনো দুশ্চিন্তা থাকবে না।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।