রান বন্যার ম্যাচে প্রথম জয় ধোনির চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৪ এপ্রিল ২০২৩

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের বিপক্ষে ১৭৮ রান করেও জিততে পারেনি। ৫ উইকেটের ব্যবধানে হেরেছিলো। তবে এবার আর চেন্নাইয়ের জয় ঠেকাতে পারেনি লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়ান্টস।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সোমবার রাতে রানের বন্যা বইয়ে দিয়েছিলো স্বাগতিক সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। দুই দলই স্কোর করেছিলো ২০০ প্লাস। এমন এক রান বন্যার ম্যাচে চেন্নাই জিতেছে মাত্র ১২ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ দাঁড়িয়েছিলো ৭ উইকেট হারিয়ে ২১৭ রান। সর্বোচ্চ ৫৭ রান করেন ঋুতুরাজ গায়কোয়াড়। জবাব দিতে নেমে লখনৌও ৭ উইকেট হারায়। তারা থেমে যায় ২০৫ রানে।

মইন আলির অলরাউন্ড পারফরম্যান্সের ফলেই এই জয় সম্ভব হয়েছে চেন্নাই সুপার কিংসের। ১৩ বলে ১৯ রান করার পাশাপাশি বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে দিয়েছেন ২৬ রান। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো লখনৌ। ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋুতুরাজ গায়তোয়াড় ঝড় তোলেন লখনৌ বোলারদের ওপর। তারা দু’জন মিলে ৯.১ ওভারেই গড়ে ফেলেন ১১০ রানের জুটি।

সবচেয়ে বিধ্বংসী ছিলেন ঋুতুরাজ। আগের ম্যাচেও ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি। এবারও তিনি ৩১ বলে খেলেন ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। ৩ বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৪টি।

আরেক ওপেনার ডেভন কনওয়ে ২৯ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। শিবাম দুবে খেলেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। মইন আলি ১৯, বেন স্টোকস ৮ রান করেন।

আম্বাতি রাইডু ১৪ বলে খেলেন ২৭ রানের ইনিংস। ৩ বলে ২ ছক্কায় মহেন্দ্র সিং ধোনি খেলেন ১২ রানের ইনিংস। শেষ পর্যন্ত এই ১২ রানেই জয় পেয়েছে চেন্নাই। লখনৌয়ের হয়ে ৩টি করে উইকেট নেন মার্ক উড এবং রবি বিষনোই।

জবাব দিতে নেমে ৫.৩ ওভারেই ৭৯ রানের জুটি গড়ে ফেলে লখনৌ। মনে হচ্ছিল, খুব সহজেই হয়তো জিতে যাবে তারা। ক্যারিবীয় ওপেনার কাইল মায়ার্স খেলেন ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস। ১৮ বলে ২০ রান করেন লোকেশ রাহুল।

এছাড়া ৩২ রান করেন নিকোলাস পুরান, ২৩ রান করেন আয়ুস বাদোনি, ২১ রান করেন মার্কাস স্টোইনিজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে লখনৌ সুপার জায়ান্টস। মইন আলির ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন তুষার দেশপডান্ডে ও ১ উইকেট নেন মিচেল সান্তনার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।