টেস্টের অনুশীলন শুরু, বিশ্রামে সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০২ এপ্রিল ২০২৩

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও শেষ। এখন কেবল বাকি একটি টেস্ট। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী মঙ্গলবার।

টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে আজ (রোববার) থেকে। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্রামে রয়েছেন তিনি।

৩১ ম্যাচ ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। ১ এপ্রিল আবার মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে নামেন সাকিব। টানা দুদিন ম্যাচ খেলার পর তার একটু বিশ্রাম দরকার স্বাভাবিকভাবেই। তবে সাকিব না থাকলেও মিরপুর শেরে বাংলায় অনুশীলনে বাকি সবাই উপস্থিত ছিলেন।

jagonews24

ঘাম ঝরিয়েছেন টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক অধিনায়ক মুমিনুল হক। অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসদের সঙ্গে ছিলেন টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম, তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং পেসার খালেদ আহমেদও।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।