ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবই ম্যাচসেরা
মাঠে বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব সামলানোই নয়, সাকিব আল হাসান পারফরমার হিসেবেও নাম্বার ওয়ান; এর আগে দেখিয়েছেন বহুবার।
সব্যসাচী সাকিবের হাত ধরে আরেকটি জয় এলো বাংলাদেশের। আইরিশদের ৭৭ রানে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিলো টাইগাররা।
বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ২৪ বলে ৩ চার আর ২ ছক্কায় সাকিব অপরাজিত ছিলেন ৩৮ রানে।
এরপর বল হাতে তো ছিলেন অপ্রতিরোধ্য। ঘূর্ণি জাদুতে আইরিশ ব্যাটারদের রীতিমত নাকানি চুবানি খাইয়েছেন সাকিব। ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট।
এর মধ্যে আবার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিও বনে গেছেন সাকিব। এখন তার নামের পাশে ১৩৬ উইকেট। পেছনে ফেলেছেন কিউইদের টেস্ট অধিনায়ক টিম সাউদির ১৩৪ উইকেটের রেকর্ড।
সবমিলিয়ে দুর্দান্ত এক দিন কাটানো সাকিবই হয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা।
এমএমআর/এএসএম