ভারতের পিচকে দেওয়া ‘বাজে’ রেটিং বদলে নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৭ মার্চ ২০২৩

সোয়া দুইদিনে খেলা শেষ হয়ে যায়। ফলে ভারত ও অস্ট্রেলিয়ার ইন্দোর টেস্টের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছিল আইসিসি। সঙ্গে ছিল তিনটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির সেই রেটিংয়ের বিরুদ্ধে আবেদন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবশেষে রেটিং বদলালো। ‘বাজে’র বদলে ‘গড়পড়তার নিচে’ রেটিং দেওয়া হলো ইন্দোরের পিচকে। সেইসঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট তুলে দেওয়া হলো একটি।

ওয়াসিম খান এবং রজার হার্পারকে নিয়ে গড়া প্যানেল এই রায় দিয়েছে। টেস্টের ফুটেজ পুনরায় দেখে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রডের গাইডলাইন অনুসরণ করা হয়েছে। তবে বাজে রেটিং দেওয়ার মতো পিচে অতিরিক্ত উঁচুনিচু বাউন্স দেখা যায়নি।

সাত সেশনের কম সময়ে শেষ হওয়া ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারায় ভারতকে। টেস্টে প্রথম দিন ১৪ উইকেট পড়ে। মোট ৩১ উইকেটের মধ্যে ২৬টিই নিয়েছিলেন স্পিনাররা।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি তিন টেস্টের পিচকে (নাগপুর, দিল্লি ও আহমেদাবাদ) গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।