ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৩ মার্চ ২০২৩

ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন। আয়ারল্যান্ডকে ১০১ রানে ধ্বসিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয়ের মূল কারিগর পেসার হাসান মাহমুদই।

৩২ রানে ৫ উইকেট শিকার করা এই পেসার তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।

অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪! প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮।

তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে। মুশফিক আবার উইকেটের পেছনেও ছিলেন দুরন্ত। সবমিলিয়ে তিনি এগিয়ে গেছেন সিরিজসেরার লড়াইয়ে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।