প্রথম ম্যাচেই বিজয়ের সেঞ্চুরি, আবাহনীর রান পাহাড়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৬ মার্চ ২০২৩

ঢাকা প্রিমিয়ার লিগই যেন এনামুল হক বিজয়ের ব্যাটিং প্রদর্শনীর সঠিক একটি জায়গা। গত বছর প্রিমিয়ার লিগে এক হাজারের বেশি রান করেছেন। ব্যাট করতে নামলেই পেয়েছেন সেঞ্চুরি, কিংবা ন্যুনতম হাফ সেঞ্চুরি। এবারও সেই সেঞ্চুরি দিয়েই প্রিমিয়ার লিগ শুরু করলেন তিনি।

জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে না পারলেও ঢাকা লিগে ঠিক নিজের পারফরমেন্স ধরে রেখেছেন এনামুল হক বিজয়। আগেরবার এক হাজারের ওপর রান করে টপ স্কোরার হওয়া এ ডানহাতি টপ অর্ডার কাম উইকেটকিপার ব্যাটার এবার আবাহনীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন।

গত প্রিমিয়ার লিগের ফর্মটাই যেন এবারের আসরে টেনে আনলেন বিজয়। আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১১৮ বলে ১২৩ রানের দারুন ইনিংস খেলেছেন বিজয়। সমান ৬টি করে ছক্কা ও বাউন্ডারি দিয়ে সাজানো ছিল বিজয়ের শতকটি।

সঙ্গে আরেক ওপেনার নাইম শেখও দারুন ব্যাটিং করে শতরানের সম্ভাবনা জাগিয়েছিলেন; কিন্তু ৮৫ রানে ফিরে গেছেন তিনি। ৭৪ বলে এক ডজন বাউন্ডারি ও এক ছক্কায় ওই ইনিংসটি খেলেছিলেন তিনি।

এ দু’জনের একজোড়া বড় ইনিংসের সাথে আরও একজোড়া কার্যকর ইনিংস আছে আবাহনীর ইনিংসে। যার একটি খেলেছেন আফিফ হোসেন ধ্রুব (৪৭ বলে ৬৫), অন্যটি মোসাদ্দেক হোসেন সৈকত (২৭ বলে ৪৬)। এছাড়া জাকের আলী অনিকও নিচের দিকে সাত নম্বরে নেমে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

তাতেই রান পাহাড় গড়ে আবাহনী। ৫০ ওভার শেষে আকাশী হলুদ জার্সিধারীদের রান গিয়ে ঠেকেছে ৬ উইকেট হারিয়ে ৩৭২-এ।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।