পাকিস্তানের হেড কোচ নিয়ে নাটক, বোলিং কোচের দায়িত্বে উমর গুল
একদিন আগে পাকিস্তান দলের অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিল মোহাম্মদ ইউসুফের নাম। সেই নাম বদলে গেলো ২৪ ঘণ্টা না যেতেই। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য আবদুর রেহমানকে অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান।
এদিকে সাবেক পেসার উমর গুল হয়েছেন নতুন বোলিং কোচ। মোহাম্মদ ইউসুফ ব্যাটিংয়ে এবং আবদুল মজিদ ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।
এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন রেহমান। সাউদার্ন পাঞ্জাব, খাইবার পাখতুনখাসহ বেশ কয়েকটি ঘরোয়া দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি পিএসএলে দায়িত্ব পালন করছেন মুলতান সুলতানসের সহকারী কোচ হিসেবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে রেহমানের।
একদিন আগেই পিসিবির পক্ষ থেকে মোহাম্মদ ইউসুফকে অন্তবর্তীকালীন হেড কোচ ঘোষণা করা হয়। তবে এরপর পাল্টে যায় সেই ঘোষণা। পিসিবি জানায়, ভুল করে ইউসুফকে হেড কোচ ঘোষণা করা হয়েছিল। তিনি ব্যাটিং কোচই থাকছেন।
বোলিং কোচের দায়িত্ব পাওয়া উমর গুল ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ৪৭ টেস্টে ১৬৩, ১৩০ ওয়ানডেতে ১৭৯ এবং ৬০ টি-টোয়েন্টি ম্যাচে ৮৫ উইকেট শিকার করেছেন এই পেসার।
অবসরের পরই কোচিং ক্যারিয়ার শুরু করে দেন গুল। গত মৌসুমে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন গুল।
এমএমআর/এএসএম