ওই আউট ম্যাচটাই ঘুরিয়ে দেয়, কার প্রশংসায় মাতলেন ইংলিশ কোচ?

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৩

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন তারা। অথচ বাংলাদেশে খেলতে এসে কি অস্বস্তিতেই না পড়লো! একটি-দুটি ম্যাচ হারলেও কথা ছিল, একে একে তিন ম্যাচে নাস্তানুবাদ জস বাটলারের দল। এমনটা হবে, কখনও কি ভেবেছিল ইংল্যান্ড?

ইংল্যান্ড কেন, খোদ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই আজ (মঙ্গলবার) ম্যাচ শেষে স্বীকার করেছেন, তিনটি ম্যাচেই তার দল জিতবে, ভাবেননি।

ইংল্যান্ডের হেড কোচ ম্যাথিউ মট মনে করছেন, বাংলাদেশ বেশিরভাগ ম্যাচে তার দলকে পাত্তাই দেয়নি। তিনি বলেন, ‘মানতেই হবে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচেই আমাদের পাত্তা দেয়নি। বিশেষ করে আজ। এই জায়গাগুলোতে দল হিসেবে আমাদের নজর দিতে হবে। অবশ্যই আজ রাতে এটা নিয়ে অনেক কথা হবে।’

প্রথম দুই টি-টোয়েন্টি বাংলাদেশ সহজে জিতলেও শেষ ম্যাচটি হাতের মুঠোয় ছিল ইংল্যান্ডের। ১২ ওভার শেষেও মনে হচ্ছিল (ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৫), হেসেখেলেই জিতে যাবে ইংলিশ বাহিনী। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন টাইগারদের।

দুই সেট ব্যাটার ডেভিড মালান আর জস বাটলার তখন ক্রিজে। ১৩তম ওভারে এসে সাকিব আল হাসান দেন ৫ রান। পরের ওভারেই ম্যাচটা ঝুলে পড়ে বাংলাদেশের দিকে।

মোস্তাফিজুর রহমান প্রথম বলে সাজঘরে ফেরান হাফসেঞ্চুরিয়ান মালানকে। পরের বলে মেহেদি হাসান মিরাজের সরাসরি থ্রোতে রানআউট আরেক সেট ব্যাটার বাটলার। মোস্তাফিজের ওভারে মিরাজের সেই রানআউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন মট। ওই ওভারে মোটে ২ রান তুলতে পারে ইংল্যান্ড।

ইংল্যান্ডের হেড কোচ বলেন, ‘আজ ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেই রানআউটটা। এটা চোধ ধাঁধানো ফিল্ডিং। যদি সেট জস (বাটলার) থাকতো, তবে ম্যাচটা হয়তো আমাদের থাকতো। ওইটা (রানআউট) ম্যাচটাই ঘুরিয়ে দেয়।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।