ডুফা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ভাইকিংস

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৫ মার্চ ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ডুফা ভাইকিংস। ডিপিএল ২০২৩- এর রানার্স আপ হয়েছে ডুফা গ্ল্যাডিয়েটর্স।

গত শুক্রবার ৩ মার্চ ২০২৩ সকালে ডুফা প্রিমিয়ার লিগ উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে এবারের আসরে ছয়টি দল প্রতিদ্বন্দ্বীতা করেছে।

বিজ্ঞাপন

 ডিপিএল-এর প্রথম ম্যাচে মাঠে নামে ডুফা ভাইকিংস এবং ডুফা গ্ল্যাডিয়েটরর্স। টুর্নামেন্ট শেষও হয়েছে এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে।

প্রথম ম্যাচের বড় স্কোর গড়ে ভাইকিংসরা। ম্যাচটি তারা জিতে নেয় ৩০ রানের ব্যবধানে। দিনের দ্বিতীয় ম্যাচে ডুফা ওরিয়র্সের মুখোমুখি হয় ডুফা চ্যালেঞ্জার্স। এই ম্যাচে ওরিয়র্সরা জয় পায় ৭ উইকেটের। তৃতীয় ম্যাচে ডুফা নাইট রাইডার্সদের বিরুদ্ধে নামে ভাইকিংসরা। এই ম্যাচেও ৯ উইকেটের বড় জয় পায় অপরাজিত চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Dufa

দিনের চতুর্থ ম্যাচে ডুফা টাইটান্সরা প্রতিদ্বন্দ্বিতা করে ডুফা চ্যালেঞ্জার্সদের বিরুদ্ধে। এতে টাইটাইন্সরা জয় পায় ৪৯ রানের। পঞ্চম ম্যাচে খেলে ডুফা নাইট রাইডার্স এবং ডুফা গ্ল্যাডিয়েটরর্স। এই ম্যাচে ১০ উইকেটের বড় জয় পায় গ্ল্যাডিয়েটর্সরা। ডিপিএলের ষষ্ঠ ম্যাচ খেলে ডুফা টাইটান্স ও ডুফা ওরিয়র্স। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডুফা টাইটান্স জিতে ৬ রানে।

প্রথম সেমিফাইনালে খেলে ডুফা ভাইকিংস ও ডুফা ওরিয়র্স। এতে ৬ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে ভাইকিংসরা। দ্বিতীয় সেমিফাইনালে খেলে ডুফা টাইটান্স ও ডুফা গ্ল্যাডিয়েটরর্স। ১০ উইকেটের বিশাল জয়ে ফাইনালে উঠে গ্ল্যাডিয়েটরর্সরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচে মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বীতা করে দুই দল। আলোর স্বল্পতার কারণে ৮ ওভারের নির্ধারিত ম্যাচ মাত্র ৩ ওভারে খেলতে হয়। শেষবল পর্যন্ত অপেক্ষা করতে হয় চূড়ান্ত ফলাফলের জন্য। শেষ পর্যন্ত ৪ রানে ফাইনাল জিতে ডুফা প্রিমিয়ার লিগ-২০২৩ আসরের চ্যাম্পিয়ন হয় ভাইকিংসরা।

ফাইনাল ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ এর এবারের আসর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী, টুর্ণামেন্টের স্পন্সর দেশের প্রথম এবং শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ-এর পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুঈদ এবং ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের।

Dufa

বিজ্ঞাপন

এবারের আসরে বেস্ট ব্র্যান্ডিং-এর জন্য সেরা ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা নাইট রাইডার্স। ফেয়ার-প্লে ট্রফি পেয়েছে ডুফা টাইটান্স। বেস্ট ইনোভেটিভ ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা চ্যালেঞ্জার্স এবং বেস্ট এক্টিভ ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পেয়েছে ডুফা ওরিয়র্স।

টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফরমেন্স করেন চ্যাম্পিয়ন ভাইকিংসের রবীন। ভাইকিংসদের খেলা চারটি ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সেরা বোলারসহ ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারও নিজের করে নিয়েছেন রবীন।

এবারের আসরে সবচেয়ে বেশি ১৫০ রান এসেছে টাইটান্সের জামিলের ব্যাট থেকে। তিনি মাত্র ৩ ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের এই রেকর্ড গড়েন। ৭টি উইকেট নিয়ে টুর্ণামেন্ট সেরা বোলারের খেতাব পান ভাইকিংসের রবিন। এবার বেস্ট ফিল্ডারের পুরস্কার পেয়েছেন ভাইকিংসের হুমায়ুন। বেস্ট উইকেট কিপারের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দল ভাইকিংসের জাহিদ কবির।

বিজ্ঞাপন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।