দ্বিতীয় ওয়ানডের আগে হঠাৎ করে দলে ডাকা হলো শামীম পাটোয়ারীকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০২ মার্চ ২০২৩

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় ওয়ানডে শুক্রবার। এই ম্যাচে মাঠে নামার আগেই হঠাৎ করে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ দলের ভেতরে ইনজুরি রয়েছে। অর্থ্যাৎ, একজন খেলোয়াড় ইনজুরি আক্রান্ত হওয়ার কারণে তড়িগড়ি করে শামীম পাটোয়ারীকে দলে নেয়া হয়েছে।

কে ইনজুরি আক্রান্ত হবেন, সেটা অবশ্য জানা যায়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের কাছে স্বীকার করেছেন দলের একজন খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হওয়ার কথা। তবে তিনি, সেই খেলোয়াড়ের নাম বলেননি। নান্নু জানিয়েছেন, মূলত ওই ইনজুরির কারণেই শামীম পাটোয়ারীকে দলে নেয়া হয়েছে।

শামীম পাটোয়ারীকে শুক্রবারের দ্বিতীয় ওয়ানডের জন্য দলে নেয়ার খবর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হঠাৎ বিসিবি থেকে জানানো হেয়ছে। যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন, কী কারণে শামীম পাটোয়ারীকে ওয়ানডে দলে নেয়া হলো, তার ব্যাখ্যা দেয়া হয়নি।

তৌহিদ হৃদয় ফর্মে থেকেও একাদশে জায়গা পাননি এবং কাল দ্বিতীয় ম্যাচেও পাবেন, এমন নিশ্চয়তা নেই। এমন অবস্থায় হঠাৎ শামীম পাটোয়ারিকে দলে নেয়া হলো কেন? তবে কি দলের ব্যাটারদের মধ্যে কেউ ব্যাথা পেয়েছেন বা কারো ফিটনেস সমস্যা দেখা দিয়েছে?

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘একজনের ইনজুরি সমস্যা আছে। এ কারণে আমরা ফিল্ডার ব্যাকআপ প্লাস ব্যাকআপ পারফরমার হিসেবে শামীম পাটোয়ারীকে দলে নিয়েছি এবং রাত ৯টায় ডিনারের পর ফিজিও’র মতামত নিয়েই একাদশ চূড়ান্ত করা হবে। তখনই জানা যাবে, কে কে খেলতে পারবে দ্বিতীয় ম্যাচে।’

তবে তার আগে ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুস বলেন, ‘প্রচন্ড গরম, তাই ফিল্ডারদের একটু হলেও কষ্ট হচ্ছে। সে কষ্ট কমাতে শামীম পাটোয়ারীকে দলে নেয়া হয়েছে। কারণ সে চৌকস ফিল্ডার। সে ব্যাকআপ ফিল্ডার হিসেবে কাজ করতে পারবে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।