সাকিব-তামিমের এই ছবিগুলো দেখুন না!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০১ মার্চ ২০২৩
ছবি: বিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগে বোমা ফাটান নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব, তারা ভালো বন্ধু নন, দলে গ্রুপিং হয়ে গেছে-এমন সব কথা বলে ক্রিকেটাঙ্গনে তোলপাড় ফেলে দেন বিসিবি সভাপতি।

এরপর থেকেই আলোচনায় শুধু একটি ইস্যু-সাকিব তামিমের সম্পর্ক। সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হলো এটা নিয়ে প্রশ্ন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বাদ গেলেন না।

তামিম পরিষ্কার জানিয়ে দেন, সাকিবের সঙ্গে মাঠে তার কোনো সমস্যা নেই। তবে তার কথায় একবারও বলেননি, মাঠের বাইরেও দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক। হাথুরুসিংহে আবার বলেই বসেন, একসঙ্গে খেললেই যে সম্পর্ক বন্ধুর মতো হতে হবে, একসাথে ঘুরতে যেতে হবে, রাতের খাবার খেতে হবে-এমন তো নয়!

তার মানে সাকিব-তামিমের মধ্যে সমস্যা আছে কিংবা থাকতেই পারে, এ কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন সবাই। সত্যিই সমস্যা কতটা? মাঠে তার প্রভাব কেমন পড়ছে? ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই দিকেই নজর ছিল সবার।

মানে সাকিব উইকেট পেলে তামিমের সঙ্গে উদযাপন করেন কি না, তামিম ক্যাচ ধরলে সাকিব বাহাবা দেন কি না। বোলিং পরিবর্তনের সময় তামিম সাকিবকে নাম ধরে ডাকেন কি না, এসবের দিকেই নজর ছিল সবার।

তবে মাঠের চিত্র দেখলে কারোরই মনে হবে না, সাকিব-তামিমের মধ্যে কোনো সমস্যা আছে। আজ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের রান তাড়ার প্রথম ওভারেই সাকিবকে বোলিংয়ে ডাকেন তামিম। মজার ব্যাপার হলো, প্রথম ওভারে সাকিব উইকেটও এনে দেন অধিনায়ককে। সেই ক্যাচটি আবার ধরেন অধিনায়ক নিজেই।

তামিম ক্যাচ ধরার পর দৌড়ে এসে সতীর্থ সবার সঙ্গে হাত মেলান। এ সময় সাকিবের সঙ্গে শুধু লোক দেখানো হাত মেলানো নয়, তামিমকে সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। বোলিং পরিবর্তনের সময় আবার দেখা যায়, সাকিবকে নিয়ে পরামর্শ করতেও।

কে বলবে, সাকিব-তামিমের মধ্যে কোনো সমস্যা আছে? যদি থেকেও থাকে, পেশাদার ক্রিকেটার হিসেবে তাদের কাছে দলই সবার আগে, সেটাই যেন দেখা গেলো মাঠে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।